কমিউনিটি ব্যাংকের পক্ষে বুধবার ডিএমপির উত্তরা এপিবিএন হেড কোয়ার্টারের অ্যাডিশনাল এসপি মো. ফখরুল ইসলাম ও ডিএমডি চিফ ইনফরমেশন অফিসার (সিআইও) মো. আব্দুল কাইয়ুম খান যৌথভাবে ফিতা কেটে কালেকশন বুথটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
রাজধানীর উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজের ফি কালেকশন বুথ উদ্বোধন করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
ব্যাংকের পক্ষে বুধবার ডিএমপির উত্তরা এপিবিএন হেড কোয়ার্টারের অ্যাডিশনাল এসপি মো. ফখরুল ইসলাম ও ডিএমডি চিফ ইনফরমেশন অফিসার (সিআইও) মো. আব্দুল কাইয়ুম খান যৌথভাবে ফিতা কেটে কালেকশন বুথটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
কমিউনিটি ব্যাংকের উত্তরা শাখার অধীনে নতুন এ বুথটি পরিচালিত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে এপিবিএন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ আবুল হোসেন এবং কমিউনিটি ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ও এপিবিএন স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষকরা উপস্থিত ছিলেন।