বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কানের পর্দা ফেটে গেছে সাংবাদিক মোশাররফের

  • প্রতিবেদক, চট্টগ্রাম   
  • ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ১৭:১৪

এ ঘটনাকে কেন্দ্র করে অছাত্র ও বহিষ্কৃতের সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে আবাসিক হল ছাড়ার নির্দেশ দিয়েছে চবি প্রশাসন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের হামলায় আহত সাংবাদিক মোশাররফ শাহের শারীরিক অবস্থার উন্নতি হলেও বাঁ কানের পর্দা ফেটে গেছে। বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ১৯ নম্বর নাক, কান ও গলা বিভাগে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

সোমবার দুপুরে হাসপাতালের সহকারি পরিচালক (প্রশাসন) ডা. রাজিব পালিত নিউজবাংলাকে এই তথ্য জানান।

তিনি বলেন, ‘ওনার শারীরিক অবস্থা ভালো। তবে বাঁ কানে সমস্যা হয়েছে; আমরা যেটাকে কানের পর্দা ফেটে যাওয়া বলি আর কি। এর চিকিৎসা সময়সাপেক্ষ, কয়েক মাস লেগে যেতে পারে।’

এর আগে রোববার সকাল সাড়ে ১১টার দিকে দ্বিতীয় কলা অনুষদের সামনে হামলার শিকার হন মোশাররফ। ভুক্তভোগী সাংবাদিক মোশাররফ শাহ বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য।

মোশাররফের ভাষ্য, মারধরকারীরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারী ও সিএফসি গ্রুপের কর্মী।

ভুক্তভোগী মোশাররফ শাহ বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে আমি উপাচার্যের কার্যালয়ে যাচ্ছিলাম বক্তব্য নেওয়ার জন্য। এসময় দ্বিতীয় কলা ও মানববিদ্যা অনুষদের সামনে ১৫ থেকে ২০ জন ছাত্রলীগের কর্মী আমাকে আটকায়। তারা আমাকে লাঠিসোটা দিয়ে মারধর করে, আমার মোবাইল কেড়ে নেয়। পরে সেখান থেকে রব হলে নিয়ে গিয়ে দ্বিতীয় দফায় মারধর করে।’

তিনি বলেন, ‘মারধরের সময় নেতা-কর্মীরা পরবর্তীতে আর ছাত্রলীগ নিয়ে প্রতিবেদন না ছাপানোর হুমকি দেন। তারা বলেন- আর যদি নিউজ করিস, তারপর দেখব তোরে কে বাঁচাতে আসে। ছাত্রলীগকে নিয়ে কোনো নিউজ হবে না।’

এ বিষয়ে সিএফসি গ্রুপের একাংশের নেতা ও শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, ‘আমি এই ঘটনা শুনেছি, খোঁজ খবর নিচ্ছি৷ যারা এই ঘটনায় জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বলেন, ‘আমি ঘটনার পর বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে গিয়েছি। তাকে চিকিৎসা জন্য চট্টগ্রাম মেডিক্যালে পাঠানো হয়েছে। এই ঘটনায় যারা এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

সাংবাদিকের ওপর ছাত্রলীগের হামলা এই প্রথম নয়। গত ১৯ জুন রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টেশনে চায়ের দোকানে চেয়ারে বসাকে কেন্দ্র করে চবিসাস সদস্য ও ঢাকা স্টেটের বিশ্ববিদ্যালয় প্রাতিনিধি দোস্ত মোহাম্মদকে মারধর করেন চবি শাখা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক ও আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খালেদ মাসুদ, উপদপ্তর সম্পাদক ও সমাজতত্ত্ব বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরাফাত রায়হান। ওই ঘটনার প্রেক্ষিতে ২২ জুন অভিযুক্ত দুই ছাত্রলীগ নেতাকে ৬ মাসের জন্য বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বহিষ্কার হওয়ার পরও ক্যাম্পাস দাপিয়ে বেড়াচ্ছেন বহিষ্কৃতরা।

হামলার কয়েক ঘণ্টা পর ছাত্রলীগের চবি শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। এরপর জানতে চাইলে সজ্জন ও সচ্চরিত্রবানদের দিয়ে দ্রুত সময়ের মধ্যে চবি শাখা ছাত্রলীগের কমিটি দেয়া হবে বলে নিউজবাংলাকে জানান কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

এদিকে একই ঘটনাকে কেন্দ্র করে অছাত্র ও বহিষ্কৃতের সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে আবাসিক হল ছাড়ার নির্দেশ দেয় চবি প্রশাসন। রোববার সন্ধ্যায় বিশ্বিবদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমদের স্বাক্ষর করা এক জরুরি বিজ্ঞতিতে এ নির্দেশ দেয়া হয়।

এ বিভাগের আরো খবর