বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ওয়েবে দেশের নতুন প্ল্যাটফর্ম ‘চরকি’

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৩১ ডিসেম্বর, ২০২০ ১৯:১৩

চরকির কনটেন্ট নিয়ে রেদওয়ান রনি বলেন, ‘নতুন বছরে একে একে প্রতিটি কনটেন্টের খবর আমরা জানাব। প্রতিটি কনটেন্টেই আছে আকর্ষণীয় সব চমক।’

ভার্চুয়াল দুনিয়ায় এলো নতুন প্ল্যাটফর্ম ‘চরকি’। এই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে ১২ মাসে পাওয়া যাবে ১২টি অরিজিনাল ওয়েবফিল্ম।

২০২১ সালের প্রথম ভাগেই যাত্রা করবে চরকি। স্ট্রিমিং প্ল্যাটফর্মটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে কাজ করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা রেদওয়ান রনি। তিনি বলেন, ‘ফিল্ম, ফান, ফূর্তির প্রতিশ্রুতি নিয়ে আসছে চরকি। চরকিকে আমরা বাংলা কনটেন্টের কেন্দ্র হিসেবে বিশ্বের সামনে তুলে ধরতে চাই।’

এরই মধ্যে চরকি প্রযোজিত কয়েকটি চলচ্চিত্রের শুটিং শুরু হয়ে গেছে। এখনও ওয়েব ফিল্মগুলোর ব্যাপারে কোনো তথ্য প্রকাশিত না হলেও জানা গেছে, প্রতিটি ছবিই হবে তারকাবহুল। দেশের শীর্ষ নির্মাতারা নির্মাণ করছেন ছবিগুলো।

এই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে সাশ্রয়ী মূল্যে দেখা যাবে সিনেমা, সিরিজ, শর্টফিল্ম। ৬ মাস, ১ বছরের সাশ্রয়ী সাবস্ক্রিপশন ছাড়াও দর্শক চাইলে শুধু একটি সিনেমা বা সিরিজের জন্য টিকিট কেটে দেখতে পারবে পছন্দের কনটেন্ট।

প্রিমিয়াম ও অরিজিনাল কনটেন্টের পাশাপাশি বিনামূল্যেও চরকির ফিল্ম, ফান, ফূর্তি উপভোগ করা যাবে কোনো লগইন বা সাইনআপ ছাড়া।

চরকির কনটেন্ট নিয়ে জানতে চাইলে রেদওয়ান রনি বলেন, ‘নতুন বছরে একে একে প্রতিটি কনটেন্টের খবর আমরা জানাব। প্রতিটি কনটেন্টেই আছে আকর্ষণীয় সব চমক।’

চরকি দেখা যাবে সব ধরনের মোবাইল অ্যাপস, ওয়েবসাইট ও টিভি অ্যাপ থেকে। যেকেনো মোবাইল অপারেটরের ইন্টারনেট ও ওয়াইফাই ব্যবহারকারীরা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে দেখতে পাবে চরকি।

এ বিভাগের আরো খবর