যত্নে রাখলে যেকোনো জিনিস ভালো থাকে। কথাটি আপনার মোটরবাইকের ক্ষেত্রেও প্রযোজ্য। যারা বাইকের পরিচ্ছন্নতার ব্যাপারে সতর্ক, তারা বাইক পরিষ্কার রাখেন। কেউ কেউ গ্যারেজে বাইক পরিষ্কার করতে দেন, আবার অনেকে নিজেই পরিষ্কার করে নেন। গ্যারেজে দিলে সমস্যা নেই, তবে নিজে বাইক পরিষ্কার করলে কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে। চলুন দেখে নেই সেগুলো কী কী।
-
বাইক ঠান্ডা হতে হবে
বাইক পরিষ্কার করার আগে দেখে নিন বাইক ঠান্ডা আছে কি না। অর্থাৎ কোথাও থেকে বাড়ি ফিরে সঙ্গে সঙ্গেই বাইক পরিষ্কার করতে যাবেন না। কারণ বাইক চালালে তা গরম হয়ে থাকে। এই অবস্থায় তাতে পানি ঢাললে অভ্যন্তরীণ পার্টস নষ্ট হয়ে যেতে পারে। তাই আগে বাইককে ঠান্ডা হতে দিন, তারপর পরিষ্কার করুন।
-
যা যা লাগবে
বাইক পরিষ্কার করার জন্য বেশ কিছু সরঞ্জামের প্রয়োজন। এক বালতি পানি, স্পঞ্জ, লিকুইড সাবান বা শ্যাম্পু, নরম কাপড় ইত্যাদি। বাইকের সরু জায়গার ময়লা তোলার জন্য ব্রাশও ব্যবহার করতে হবে। এর পাশাপাশি বেশ কিছু অংশে সাবান স্প্রে করেও পরিষ্কার করা যায়। বাইকের চাকা, ব্রেক এসব অংশ একটু ভালোভাবে যত্ন নিয়ে পরিষ্কার করা প্রয়োজন।
-
ব্যবহৃত সাবান ধুয়ে ফেলুন
বাইক পরিষ্কারের পর ব্যবহৃত সাবান ভালোভাবে তুলে নেয়া প্রয়োজন। এর জন্য পাইপে করে পানি দিয়ে বাইক ধুয়ে নেয়া ভালো। তাহলে সবচেয়ে ভালোভাবে সাবান ধুয়ে ফেলা যায়। বাইক ধোয়ার পর তার মধ্যে সাবান লেগে থাকলে বাইকের যন্ত্রাংশ নষ্ট হয়ে যেতে পারে। তাই সাবান ধুয়ে নেয়া জরুরি।
-
ধোয়ার পরে মুছে নিন
বাইক ধুয়ে নেয়া যেমন প্রয়োজন, একইভাবে বাইক ভালো করে শুকিয়েছে কি না সেটাও দেখা প্রয়োজন। কারণ পানি থাকলে বাইকের নির্দিষ্ট কিছু অংশে জং ধরে যেতে পারে। তাই বাইক ধোয়ার পর শুকনা নরম কাপড় দিয়ে যত্ন করে মুছে নিতে হবে।