বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে কিছুটা বেড়েছে খাদ্যশস্যের দাম: কৃষিমন্ত্রী

  •    
  • ১২ মার্চ, ২০২২ ১৬:৫৬

মন্ত্রী বলেন, ‘সরু চালের দাম কিছুটা বেড়েছে। তবে মোটা চালের দাম বাড়েনি। আমরা খেটে খাওয়া মানুষ নিয়ে চিন্তিত। তাদের জন্য আমরা ওএমএসের মাধ্যমে চাল দিচ্ছি। কয়েক দিনের মধ্যে ৫০ লাখ দরিদ্র পরিবারের মধ্যে ১০ টাকা দরে চাল বিতরণ করা হবে।’

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে দেশে খাদ্যশস্যের দাম কিছুটা বেড়েছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

তিনি বলেছেন, দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকার সর্বাত্মক চেষ্টা করছে।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনে এসে শনিবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘সরু চালের দাম কিছুটা বেড়েছে। তবে মোটা চালের দাম বাড়েনি। আমরা খেটে খাওয়া মানুষ নিয়ে চিন্তিত। তাদের জন্য আমরা ওএমএসের মাধ্যমে চাল দিচ্ছি। কয়েক দিনের মধ্যে ৫০ লাখ দরিদ্র পরিবারের মধ্যে ১০ টাকা দরে চাল বিতরণ করা হবে।

‘তেলসহ কয়েকটি খাদ্যের ওপর সরকার ট্যাক্স কমিয়ে দিয়েছে। আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি।’

পরিদর্শনকালে তার সঙ্গে ঢাকায় সফররত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক কিউ দোংয়ু, কৃষি মন্ত্রণালয়ের সচিব সায়েদুল ইসলাম, অতিরিক্ত সচিব রুহুল আমিন তালুকদারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে মন্ত্রী, তার সফরসঙ্গী কিউ দোংয়ু সদর উপজেলার বহুরিয়াচালা ও কোলতিয়া গ্রামে মৎস্য ও পোলট্রি খামার এবং বোরো ধানক্ষেত পরিদর্শন করেন।

আব্দুর রাজ্জাক বলেন, ‘আমরা মৎস্য, পোলট্রি, ধানসহ সব কৃষিকাজ বিজ্ঞানসম্মত ও আধুনিকভাবে করার জন্য কাজ করছি, যাতে কৃষিকাজ লাভজনক হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দারিদ্র্য ও ক্ষুধামুক্ত সোনার বাংলা গড়তে কাজ করছি।

‘বাংলাদেশ অচিরেই সমৃদ্ধশালী উন্নত দেশে পরিণত হবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যাতে পোলট্রি, ফিশ ও ডেইরি শিল্পকে শিল্প খাতের স্থলে কৃষি ফার্ম ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করে, সে বিষয়ে কাজ চলছে বলে জানান মন্ত্রী।’

এ বিভাগের আরো খবর