নরসিংদীতে বর্জ্য পরিশোধন প্ল্যান্ট (ই.টি.পি.) না থাকায় দুই শিল্প প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
পরিবেশ রক্ষায় সদর উপজেলার বাগহাটা এলাকায় সোমবার দুপুরে বিশেষ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সে সময় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেন নরসিংদীর নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামল চন্দ্র বসাক।
তিনি জানান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খানের নির্দেশে প্রতিষ্ঠিত কয়েকটি টেক্সটাইল কারখানায় পরিবেশ দূষণবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
সে সময় ই.টি.পি. (Effluent Treatment Plant) ব্যবহার না করে কারাখানার দূষিত বর্জ্য সরাসরি ব্রহ্মপুত্র নদে ফেলার দায়ে বি. এল. এ্যাপারেলসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই এলাকার মাসকো এক্সপোর্টসকে যথাযথভাবে ই.টি.পি. ব্যবহার না করার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযানে অংশ নেন নরসিংদী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল হক।