রাজধানীর ঢাকা উদ্যানে মুসল্লিদের হামলায় মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ আহত হয়েছেন।
শুক্রবার দুপুরে জুমার নামাজের পর এ ঘটনা ঘটে।
মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ঢাকা উদ্যানে জুমার নামাজ শেষে মুসল্লিরা বিক্ষোভ করতে বের হন। তখন ওসি স্যার নিয়মতান্ত্রিকভাবে কর্মসূচি শেষ করতে বলেন, তখন ওখানকার মুরব্বিরা মেনে নেন।
‘ওসি স্যার চলে আসার পর পেছন থেকে কয়েকজন হামলা করে। তিনি মুখসহ শরীরে আঘাত পেয়েছেন। তবে তিনি শঙ্কামুক্ত।’
ঢাকা মহানগর মোহাম্মদপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার মৃত্যুঞ্জয় দে সজল নিউজবাংলাকে বলেন, ‘মহানবীকে কটূক্তির প্রতিবাদে ঢাকা উদ্যানে স্থানীয়দের একটি সংগঠন বিক্ষোভের প্রস্তুতি নেয়। তখন ওসি সাহেব তাদের দ্রুত কর্মসূচি শেষ করার কথা বলেন। চলে আসার সময় কয়েকজন যুবক হামলা করে।
‘ওসিকে নিউরোসায়েন্সে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আটকের ঘটনা নেই।’