বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ধার শোধে জাল নোট দেয়ায় নারী কারাগারে

  •    
  • ৭ সেপ্টেম্বর, ২০২২ ২৩:১৯

সুবর্ণা নিউজবাংলাকে বলেন, ‘আমার কাছ থেকে ৫ মাস আগে ১৭ হাজার টাকা ধার নেন বিউটি। ১৫ দিন আগে তিনি ওই টাকা শোধ করেন। সে সময় আমার কাছে থাকা ৫ হাজার টাকার মতো পুরোনো নোট চেয়ে নিয়ে নতুন নোট বদলে দেন। অর্থাৎ মোট ২২ হাজার টাকার নোট তিনি সেদিন আমাকে দেন।’

ঝালকাঠির রাজাপুরে ধার শোধে জাল টাকা দেয়ার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

রাজাপুরের সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি গ্রাম থেকে বিউটি মিস্ত্রি নামের ওই নারীকে মঙ্গলবার আটক করা হয়। বুধবার তাকে অভিযোগকারীর করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তফা এসব নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিউটির বিরুদ্ধে জাল টাকা দেয়ার অভিযোগ তুলেছেন একই এলাকার সুবর্ণা হালদার।

সুবর্ণা নিউজবাংলাকে বলেন, ‘আমার কাছ থেকে ৫ মাস আগে ১৭ হাজার টাকা ধার নেন বিউটি। ১৫ দিন আগে তিনি ওই টাকা শোধ করেন। সে সময় আমার কাছে থাকা ৫ হাজার টাকার মতো পুরোনো নোট চেয়ে নিয়ে নতুন নোট বদলে দেন। অর্থাৎ মোট ২২ হাজার টাকার নোট তিনি সেদিন আমাকে দেন।

‘সোমবার ওই টাকাগুলো থেকে আমি একটি ৫০০ টাকার নোট নিয়ে দোকানে গেলে দোকানদার আমাকে জানায় এটি জাল নোট। তখন আমি বাড়ি গিয়ে বাকি ২১ হাজার ৫০০ টাকা যাচাই করে দেখি সবই জাল নোট। সঙ্গে সঙ্গে আমি বিষয়টি আমাদের ইউপি চেয়ারম্যানকে জানাই।’

এ ঘটনার খবর পেয়ে পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় বিউটি, সুবর্ণাসহ ৫ জনকে জিজ্ঞাসাবাদ করতে থানায় নিয়ে যায়।

পুলিশ কর্মকর্তা মোস্তফা জানান, জিজ্ঞাসাবাদে নোটগুলো কাউখালী উপজেলার রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামের একটি বেসরকারি সংস্থা থেকে ঋণ হিসেবে নেয়া হয়েছে বলে জানান বিউটি।

এ বিষয়ে প্রশ্ন করা হলে রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কাউখালী শাখার ব্যবস্থাপক মো. জুয়েল তালুকদার জানান, তারা নগদ টাকা দেয় না, ব্যাংকে চেকের মাধ্যমে ঋণ দেয়।

পরিদর্শক মোস্তফা আরও জানান, প্রাথমিক তদন্তের পর সুর্বণাকে ছেড়ে দেয়া হয়। পরে সুবর্ণাই বিউটির বিরুদ্ধে মামলা করেন।

এ বিভাগের আরো খবর