বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পশুর নদীর চরে কয়লার জাহাজ আটকা

  •    
  • ১১ নভেম্বর, ২০২২ ১৬:৫৭

মাস্টার ফারুক বলেন, ‘নদীতে জোয়ার এলে সকাল ১০টার দিকে জাহাজ নিয়ে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটির উদ্দেশ্যে রওনা হই। পশুর নদীর চরকানা এলাকায় পৌঁছালে ডুবো চরে আটকে জাহাজের দুই পাশের ডেক ফেটে যায়। এ সময় জাহাজটি দ্রুত চরে উঠিয়ে দেয়া হয়। এতে নদীতে ডুবে যাওয়া থেকে রক্ষা পায় জাহাজটি।’

মোংলার পশুর নদীর চরে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৮০০ টন কয়লা নিয়ে এমভি জুমায়রা-১ নামের কার্গো জাহাজ ডেক ফেটে আটকা পড়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পশুর নদীর চরকানা এলাকায় জাহাজটি আটকা পড়ে।

জাহাজের ১২ কর্মকর্তা-কর্মচারী নিরাপদে চরে নেমেছেন। ডেক ফেটে গেলেও ভেতরে পানি ঢোকেনি বলে জানান জাহাজের মাস্টার ফারুক গাজী।তিনি বলেন, ‘মোংলা বন্দরের হাড়বাড়ীয়ার ৫ নম্বর অ্যাংকোরেজের বিদেশি জাহাজ এমভি পিথাগোরাস থেকে ৮০০ টন কয়লা নিয়ে শুক্রবার সকাল ৭টার দিকে কার্গোটি নিয়ে আসি। এরপর জোয়ারের অপেক্ষায় বন্দরের ৫ নম্বর অ্যাংকোরেজ এলাকায় অবস্থান করতে থাকি।’

মাস্টার ফারুক বলেন, ‘নদীতে জোয়ার এলে সকাল ১০টার দিকে জাহাজ নিয়ে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটির উদ্দেশ্যে রওনা হই। পশুর নদীর চরকানা এলাকায় পৌঁছালে ডুবো চরে আটকে জাহাজের দুই পাশের ডেক ফেটে যায়। এ সময় জাহাজটি দ্রুত চরে উঠিয়ে দেয়া হয়। এতে নদীতে ডুবে যাওয়া থেকে রক্ষা পায় জাহাজটি।’

তিনি জানান, জাহাজটি ঝুঁকিমুক্ত অবস্থায় আছে। ক্রেন এনে কয়লা অপসারণ করে এটি নিরাপদে সরিয়ে নেয়া হবে।

এ বিভাগের আরো খবর