বগুড়ার শিবগঞ্জে বাঁশবাগান থেকে অজ্ঞাত এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের একটি বাঁশবাগান থেকে সোমবার দুপুর দেড়টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ধারণা করছে, শিশুটির বয়স প্রায় ১২ বছর। তার পরনে সাদা শার্ট, নীল রঙের জিন্স প্যান্ট ও জুতা রয়েছে।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন শিবগঞ্জ থানার ওসি মঞ্জুরুল আলম।
ওই ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কালাম আজাদ জানান, নিশ্চিন্তপুর গ্রামের পাকা রাস্তা থেকে একটু দূরে মাঠের মাঝে বাঁশবাগান। সকালে ওই মাঠে কয়েক শিশু খেলছিল।
এ সময় বাগানে বল গেলে শিশুরা সেটি আনতে গিয়ে মরদেহটি দেখতে পায়। পরে তাদের চিৎকারে স্থানীয়রা বিষয়টি জানতে পারে।
ইউপি সদস্য বলেন, ‘ঘটনাটি পুলিশকে জানানো হয়। কিন্তু মৃত এই শিশুটিকে আমরা কেউ চিনি না।’
শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাসমতউল্লাহ বলেন, ‘মরদেহের কয়েক মিটার দূরে একটি ভাঙা চাপাতি ও মোবাইল পাওয়া গেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’
এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি মঞ্জুরুল আলম জানান, ‘মরদেহটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আমরা শিশুটির পরিচয় জানার চেষ্টা করছি।’