বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নাটোরে ধর্ষণ মামলায় দুজনের যাবজ্জীবন

  • প্রতিনিধি, নাটোর   
  • ১৪ মার্চ, ২০২৪ ১৪:৩৭

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) আনিসুর রহমান বলেন, ‘মামলার সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত তিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। সেই সঙ্গে আদায়কৃত ৭০ হাজার টাকা ভিকটিমকে পাঠানোর নির্দেশ দেন আদালত।’

নাটোরের নলডাঙ্গায় ধর্ষণ মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও একজনকে ১০ বছরের আটক আদেশ দিয়েছে আদালত।

জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহিম বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মিঠুন আলী, আশরাফুল ইসলাম ও ছাব্বির হোসেন, যাদের তিনজনই নলডাঙ্গা উপজেলার মমিনপুর গ্রামের।

রায়ে মিঠুন আলীকে ৫০ হাজার ও আশরাফুল ইসলামকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয় আদালত।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘২০২১ সালের ৩১ মে ভুক্তভোগী দুপুরে বাড়ির পাশে মাঠে ছাগল নিয়ে যান। এ সময় একই এলাকার মিঠুন আলী তাকে জোরপূর্বক পাশের আখক্ষেতে নিয়ে ধর্ষণ করে। আশরাফুল এবং সাব্বির ধর্ষণে সহযোগিতা করে। পরে ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে মিঠুন, আশরাফুল এবং সাব্বির পালিয়ে যায়।

‘পরে ভুক্তভোগী বাদী হয়ে মিঠুনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ও তাকে সহযোগিতার জন্য আশরাফুল এবং সাব্বিরের বিরুদ্ধে মামলা দায়ের করে।’

তিনি আরও বলেন, ‘মামলার সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত তিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। সেই সঙ্গে আদায়কৃত ৭০ হাজার টাকা ভিকটিমকে পাঠানোর নির্দেশ দেন আদালত।’

এ বিভাগের আরো খবর