বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফাতির গায়ে মেসির ‘১০’

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১ সেপ্টেম্বর, ২০২১ ১৯:১১

মেসির ১৭ বছরের ক্যারিয়ারের বেশিরভাগ সময় কেটেছে এই ১০ নম্বর জার্সি পড়ে। সিনিয়র টিমে সুযোগ পাওয়ার আগে লা মাসিয়াতেও এই জার্সি পড়ে খেলেছেন এই আর্জেন্টাইন কিংবদন্তি।

অবশেষে লিওনেল মেসির ১০ নম্বর জার্সি তুলে দেয়া হলো আনসু ফাতির হাতে। এই জার্সি পড়ে এখন মাঠে নামবেন লা মাসিয়া থেকে উঠে আসা বার্সেলোনার উঠতি তারকা ফুটবলার।

বুধবার আনুষ্ঠানিকভাবে বিষয়টি স্যোশাল মিডিয়ায় জানিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।

মেসির ১৭ বছরের ক্যারিয়ারের বেশিরভাগ সময় কেটেছে এই ১০ নম্বর জার্সি পড়ে। সিনিয়র টিমে সুযোগ পাওয়ার আগে লা মাসিয়াতেও এই জার্সি পড়ে খেলেছেন এই আর্জেন্টাইন কিংবদন্তি।

দলের সাবেক সতীর্থ রোনালদিনিয়ো কাতালুনিয়া ছাড়ার পর এই জার্সি ওঠে মেসির গায়ে। এক ‍যুগেরও বেশি সময় পর শেষ পর্যন্ত নতুন কারও গায়ে উঠছে এই জার্সিটা।

গত আগস্টে লা লিগার ‘ফাইনানশিয়াল ফেয়ার প্লের’ নিয়মে শেষ মুহূর্ত মেসিকে রাখতে পারেনি বার্সেলোনা। মেসির তার ক্যারিয়ারে প্রথমবার পাড়ি জমান অন্য কোনো ক্লাবে। ফরাসী ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়েও এই জার্সি ছেড়ে ৩০ নম্বর জার্সি গায়ে চাপিয়ে অভিষেক হয়েছে মেসির।

মেসির বিদায়ের পর ভক্তরা চেয়েছিলেন, তার সম্মানার্থে এই জার্সিটা যেন একেবারে তুলে রাখার হয়। অবশেষে জার্সি তুলে দেয়া হল লা মাসিয়ার আরেক উদীয়মান ফুটবলার আনসু ফাতির হাতে।

আন্তর্জাতিক উইন্ডো শেষে এই ‘১০’ নম্বর জার্সিতে নতুন মেসিকে দেখা যাবে মাঠে। গত বছরের নভেম্বরে ইনজুরিতে পড়ে মাঠে বাইরে চলে যান আনসু ফাতি।আন্তর্জাতিক বিরতির পরে ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে এই জার্সিতে মাঠে নামার সম্ভাবনা রয়েছে বার্সার ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলদাতার।

এ বিভাগের আরো খবর