× হোম জাতীয় রাজধানী সারা দেশ অনুসন্ধান বিশেষ রাজনীতি আইন-অপরাধ ফলোআপ কৃষি বিজ্ঞান চাকরি-ক্যারিয়ার প্রযুক্তি উদ্যোগ আয়োজন ফোরাম অন্যান্য ঐতিহ্য বিনোদন সাহিত্য শিল্প ইভেন্ট উৎসব ধর্ম ট্রেন্ড রূপচর্চা টিপস ফুড অ্যান্ড ট্রাভেল সোশ্যাল মিডিয়া বিচিত্র সিটিজেন জার্নালিজম ব্যাংক পুঁজিবাজার বিমা বাজার অন্যান্য ট্রান্সজেন্ডার নারী পুরুষ নির্বাচন রেস অন্যান্য আফগানিস্তান ১৫ আগস্ট কী-কেন স্বপ্ন বাজেট আরব বিশ্ব পরিবেশ বিশ্লেষণ ইন্টারভিউ মুজিব শতবর্ষ ভিডিও যৌনতা-প্রজনন মানসিক স্বাস্থ্য অন্যান্য উদ্ভাবন প্রবাসী আফ্রিকা ক্রিকেট শারীরিক স্বাস্থ্য আমেরিকা দক্ষিণ এশিয়া সিনেমা নাটক মিউজিক শোবিজ অন্যান্য ক্যাম্পাস পরীক্ষা শিক্ষক গবেষণা অন্যান্য কোভিড ১৯ ইউরোপ ব্লকচেইন ভাষান্তর অন্যান্য ফুটবল অন্যান্য পডকাস্ট বাংলা কনভার্টার নামাজের সময়সূচি আমাদের সম্পর্কে যোগাযোগ প্রাইভেসি পলিসি

বিনোদন
Model Meghna Alam got bail
google_news print-icon

জামিন পেলেন মডেল মেঘনা আলম

জামিন-পেলেন-মডেল-মেঘনা-আলম

রাজধানীর ধানমন্ডি থানায় প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে করা মামলায় মডেল মেঘনা আলমকে জামিন দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ শুনানি শেষে এই আদেশ দেন।

গত ১৭ এপ্রিল গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

মেঘনার পক্ষে আইনজীবী মহসিন রেজা, আইনজীবী মহিমা বাঁধন ও ব্যারিস্টার সাদমান সাকিব তার জামিন চেয়ে করা আবেদনের উপর শুনানি করেন।

মামলায় এজাহারে বলা হয়, মেঘনা আলম, দেওয়ান সমিরসহ অজ্ঞাতপরিচয় ২ থেকে ৩ জন একটি সংঘবদ্ধ প্রতারকচক্রের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন সুন্দরী মেয়েদের দিয়ে বাংলাদেশে কর্মরত বিভিন্ন বিদেশি রাষ্ট্রের কূটনীতিক বা প্রতিনিধি ও দেশীয় ধনাঢ্য ব্যবসায়ীদের প্রেমের ফাঁদে ফেলে অবৈধ সম্পর্ক স্থাপন করিয়ে কৌশলে বিভিন্ন পন্থায় তাদের সম্মানহানির ভয় দেখিয়ে অর্থ আদায় করে আসছেন।

দেওয়ান সমির কাওয়াই গ্রুপের নামের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের সিইও ও সানজানা ইন্টারন্যাশনাল নামক একটি ম্যানপাওয়ার প্রতিষ্ঠানের মালিক বলে জানা যায়।

প্রসঙ্গত, মেঘনাকে আটকের পর গত ১০ এপ্রিল বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে তাকে ধানমন্ডি থানার এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

মন্তব্য

বেকায়দায় ঢাকাই সিনেমার নায়িকারা

বেকায়দায় ঢাকাই সিনেমার নায়িকারা

এত নায়িকার ভিড়েও নায়িকা সংকট! তবে বিষয়টাকে নায়িকা সংকট না বলে অস্তিত্ব সংকটও বলা যায়। মূলত নানা কারণে ঢাকাই ছবির নায়িকারা পড়ে ক্রমেই বিলীন হওয়ার পথে রয়েছেন। কিছুদিন আগেও যারা দাপটের সঙ্গে কাজ করেছেন, তারাও এখন নানা কারণে আস্থা হারাচ্ছেন প্রযোজক-পরিচালক এমনকি দর্শকের কাছে। লগ্নিকারকরা খুঁজছেন পাশের দেশের নায়িকাদের। আর এসব ভিনদেশি নায়িকাদের আগমনের কারণে কোণঠাসা হয়ে পড়ছেন কিছুদিন আগের চাহিদাসম্পন্ন অভিনেত্রীরা। গত কয়েক বছর আগের জনপ্রিয় দেশি নায়িকারা তুমুল ব্যস্ত থাকলেও এখন তাদের বেশির ভাগই অভিনয় থেকে দূরে। কেউ বা আবার নায়ক সংকটের কারণে সিনেমায় কাজ করছেন খুব ঢিমে-তালে। আবার নতুনরা অভিষেকেই আস্থা অর্জনে ব্যর্থ হওয়ায় তাদের নিয়ে কাজ করতে সাহস দেখাতে পারছেন প্রযোজক-পরিচালকরা। মৌসুমী, পূর্ণিমা, শাবনূর, পপির পর দর্শকের মনমতো হতে পারছেন না তার পরের প্রজন্মের নায়িকারা। গত কয়েক বছরে আলোচনা-সমালোচনায় কয়েকজন নায়িকার নাম উঠে এলেও তাদের হাতে রয়েছে নতুন ছবির সংকট। অন্যদিকে চলচ্চিত্রে নায়িকা সংকট। অপু বিশ্বাস, মাহিয়া মাহি, ববি, বর্ষা, আইরিন সুলতানা, নূসরাত ফারিয়া ও পরীমনি দর্শকদের কাছে পরিচিত থাকলেও সুবিধা করতে পারছেন না। তাদের নিয়ে রয়েছে নানা অভিযোগ ও সংশয়। চাহিদার চেয়েও বেশি সম্মানি হাঁকা, সিডিউল ফাঁসানোসহ নানা কারণে গ্রহণযোগ্যতা হারাচ্ছে নির্মাতাদের কাছে।

আবার অনেকেই ইমেজ সংকটে পড়ে শখের চলচ্চিত্র ছেড়ে পাড়ি জমাচ্ছেন বিদেশের মাটিতে। কেউ কেউ অঅবার বিয়ে করে রীতিমতো সংসারে মনোযোগী হয়েছেন। এরইমধ্যে যুক্তরাষ্ট্র, দুবাইসহ অনেকেই স্থায়ী হয়েছেন। ব্যক্তিগত গুজব-গুঞ্জন, বিয়ে-বিচ্ছেদসহ আরও অনেক কারণে প্রতিষ্ঠিত এসব নায়িকারা নিজেদের ইমেজ হারাচ্ছেন। ফলে ভুগছেন অস্তিত্ব সংকটে। তাদের কারও কারও নাম শুনলেই দর্শকের মধ্যে যেন আতঙ্ক ভর করে। সিনেমা সংশ্লিষ্টদের মতে, গুটিকয়েক নায়িকা বর্তমানে সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন। বাকিদের কোনো কাজ নেই। আলোচনায় থাকতে ব্যক্তিগত নানাবিধ বিতর্কিত ইস্যু সামনে নিয়ে আসছেন। এবারের ঈদুল-ফিতরেই মুক্তি পেয়েছিল দুই বাংলার নায়িকা নুসরাত ফারিয়ার একটি সিনেমা। আব্দুন নূর সজলের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন ‘জ্বীন-৩’ সিনেমায়। মুক্তির এক সপ্তাহ পরই সিনেমাটি সিনেপ্লেক্স থেকে নামিয়ে ফেলা হয়। ঈদের ব্যর্থ তিন নায়িকার তালিকায়ও রয়েছে এ নায়িকার নাম।

ঢালিউড কুইন হিসেবে পরিচিতি পাওয়া এক সময়ের ব্যস্ততম নায়িকা ছিলেন অপু বিশ্বাস। শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে তিনি একাধারে ৭০টিরও অধিক সিনেমায় অভিনয় করেছেন। যেগুলোর অধিকাংশই ছিল ব্যবসাসফল। শাকিব খানের সঙ্গে বিচ্ছেদ হলে, অপু বিশ্বাস তার সেই দর্শকপ্রিয়তা আর ধরে রাখতে পারেননি। বর্তমানে সিনেমায় খুব একটা দেখা যায় না তাকে। তবে বসে নেই তিনি, নতুন পরিচয়ে ইউটিউবার হয়ে অনলাইন কনটেন্টে মনোযোগী হয়েছেন। বলা যায়, অপু বিশ্বাস এখন ইউটিউবার। সিনেমা ছেড়ে সেদিকেই এখন বেশি ব্যস্ত তিনি। এ অভিনেত্রীকে সর্বশেষ ‘ট্র্যাপ : দ্য আনটোল্ড স্টোরি’ ও ‘ছায়াবৃক্ষ’ নামে দুটি সিনেমায় দেখা গিয়েছিল। অপুর পরেই শাকিব খানের কাঁধে ভর করে ক্যারিয়ার শুরু করেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। কিন্তু শাকিবের সঙ্গে বিচ্ছেদের পর ধুঁকে সংবাদ পাঠিকা থেকে নায়িকা হওয়ার বুবলীর ক্যারিয়ার। বলা চলে, নায়ক সংকটে পড়েছেন এই অভিনেত্রী। জুনিয়র নায়কদের সঙ্গে কাজ করলেও আগের মতো সুবিধা করতে পারছেন না বুবলী।

‘অগ্নি’খ্যাত নায়িকা মাহিয়া মাহি ক্যারিয়ারে ৩০টির অধিক সিনেমায় অভিনয় করলেও ববর্তমানে পুরোপরি বেকার সময় পার করছেন। হঠাৎ করেই সিনেমা ছেড়ে রাজনীতির মাঠে দৌড়ঝাঁপ শুরু করেন তিনি। আওয়ামী লীগের হয়ে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু নৌকার টিকিট না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেন। কিন্তু শেষ রক্ষা আর হয়নি। পরাজয় নিয়েই রাজনীতির মাঠ ছাড়তে হয় তাকে। যদিও আবার সিনেমায় ফেরার চেষ্টা করছেন এ নায়িকা। কিন্তু আগের মতো আর তার তারকা ইমেজ নেই। দর্শকচাহিদা কমায় পাচ্ছেন না সিনেমার কাজ। তাকে সবশেষ ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত শাকিবের ‘রাজকুমার’ সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা গেছে।

বেশ কয়েক বছর ধরে বাংলাদেশি চলচ্চিত্রে যুক্ত হয়েছেন অপরূপা সুন্দরী পরীমনি। আলোচনার চেয়ে সমালোচনা বেশি হয় তাকে নিয়ে। অভিনয়ের চেয়ে বেশি ব্যস্ত থাকেন ব্যক্তিজীবন নিয়ে। প্রেম-বিয়ে মামলা-হামলাসহ একাধিক কর্মকাণ্ডে বিতর্কিত এ নায়িকা। সিনেমায় এখন তার ব্যস্ততা নেই বললেই চলে। কারণ, সিনেমায় দেখার চাইতে, দর্শক এখন তাকে সোশ্যাল মিডিয়ায় দেখতে বেশি অভ্যস্ত। সম্প্রতি তরুণ এক গায়কের সঙ্গে প্রেমকাণ্ডে আলোচনায় রয়েছেন তিনি। এরকম নানা ইস্যুতে বিতর্কের জন্ম দিয়ে সমালোচিত হয়েছেন এ নায়িকা। তাকে নিয়ে সিনেমা করাটাকেও একধরনের ‘রিস্ক’ মনে করছেন প্রযোজক পরিচালকরা। সর্বশেষ তাকে ‘মা’ নামে একটি সিনেমায় দেখা যায়।

পরীর মতো একই অবস্থা বিদ্যা সিনহা মিমের। কলকাতার নায়কের বিপরীতে অভিনয় করলেও নিজের অবস্থান তৈরি করতে পারছেন না এই নায়িকা। এ ছাড়া আইরিন সুলতানা, অধরা খান, শিরিন শিলা, মিষ্টি জান্নাত, পিয়া জান্নাতসহ আরও অনেক নায়িকার কয়েক বছর আগে অভিষেক হলেও আস্থা অর্জন করতে পারেননি। তবে নিজেকে নায়িকা হিসেবে প্রমাণ করার প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন পূজা চেরি। এই তালিকায় রয়েছেন তরুণ নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। যদিও এখন পর্যন্ত নায়িকা হিসেবে কোনো ছবিই আলোচনায় আসেনি তার। এ ছাড়া জাহারা মিতু নামে এক মেয়ে নায়িকা হিসাবে প্রতিষ্ঠা পাওয়ার আগেই ঝরে গেছেন অযাচিত কর্মকাণ্ডের কারণে। তালিকায় আরও অনেকেই রয়েছেন। নায়িকা নিপুণও রয়েছেন অস্তিত্ব সংকটে। বিশেষ করে জুলাই-আগস্ট আন্দোলন পরবর্তী তার সামাজিক অবস্থান এখন বলা যায় শূন্যের কোটায়।

চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করেন, বাংলাদেশি চলচ্চিত্রে আগের নায়িকাদের মধ্যে যেমন চলচ্চিত্রের প্রতি ভালোবাসা, অধ্যবসায়, নিয়মানুবর্তিতা, পরিশ্রমপ্রিয়তা, ধৈর্য, সুশৃঙ্খলতা ছিল এখন তা নেই। এখনকার শিল্পীরা শিল্পী না হয়ে তারকা খ্যাতির পেছনে ছোটেন। যোগ্যতার চেয়ে সম্মানী বেশি দাবি করে বসেন বলেই গ্রহণযোগ্যতা হারাচ্ছেন।

মন্তব্য

বিনোদন
This time Siddharthas heroine is Tamanna

এবার সিদ্ধার্থের নায়িকা তামান্না

এবার সিদ্ধার্থের নায়িকা তামান্না

প্রথমবার বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন ‘বাহুবলী’খ্যাত দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া। পরিচালক দীপক মিশ্রের পরবর্তী সিনেমা ‘ভিভান’-এর নায়ক হিসেবে আগেই চূড়ান্ত করা হয়েছিল সিদ্ধার্থ মালহোত্রাকে। তার বিপরীতে কে অভিনয় করবেন, তা নিয়ে অপেক্ষা ছিল সবার। এবার সেই অপেক্ষার অবসান ঘটিয়ে সিদ্ধার্থের বিপরীতে সিনেমায় চুক্তিবদ্ধ হলেন তামান্না ভাটিয়া। পৌরাণিক কাহিনির পটভূমিতে নির্মিত এই হাই-অন-ড্রামা ফিচার ফিল্মের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বাহুবলী অভিনেত্রী। জানা গেছে, সিনেমাটির শুটিং শুরু হবে আগামী জুন মাসে এবং ২০২৬ সালে বড় পর্দায় মুক্তি পাবে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, একতা কাপুরের প্রযোজিত এই ছবিটিকে একটি ফোক থ্রিলার হিসেবে বর্ণনা করা হয়েছে, যার গল্প লোককথার ছোঁয়া নিয়ে নির্মিত হবে। এই সিনেমায় সিদ্ধার্থ মুখ্য চরিত্রে থাকছেন। এদিকে ‘ওডেলা-২’ এবং ‘আয়ান’-এ কাজ করার পর তামান্না ভাটিয়া এ সিনেমায় যুক্ত হওয়াটা তার জন্য আরও একটি হাই-প্রোফাইল প্রজেক্টে কাজের সুযোগ এনে দিয়েছে। পিঙ্কভিলা সূত্রে জানা যায়, তামান্না এখন একের পর এক সিনেমায় সাইন করছেন। ‘র‍্যাঞ্জার’, ‘রাকেশ মারিয়া বায়োপিক’ এবং ‘নো এন্ট্রি ২’-এর পর তিনি নির্মাতা দীপক মিশ্রর পরবর্তী সিনেমা ‘ভিভানে’ সাইন করেছেন। ২০২৫ সালের জুনে ছবিটির শুটিং শুরু হবে এবং ২০২৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি।

আরও জানা যায়, তামান্না ভারতের মধ্যাঞ্চলের পটভূমিতে নির্মিত এই পৌরাণিক আবহের গল্পে অভিনয় করতে উদ্‌গ্রীব। তিনি তার চরিত্রের জন্য সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ডিকশনের প্রশিক্ষণ নেবেন। সিনেমাটি রিয়েল লোকেশনে শুট হবে এবং ইতোমধ্যে নির্মাতা বিভিন্ন জঙ্গল অঞ্চল চিহ্নিত করার জন্য প্রি-প্রোডাকশন শুরু করে দিয়েছেন। ছবির একটি বড় অংশ জঙ্গলের মধ্যে শুট করা হবে। তবে চলচ্চিত্রটিতে কাস্ট হিসেবে কারা কারা অভিনয় করছেন এ বিষয়ে এখনো কিছু খোলাসা করেননি নির্মাতা।

অভিনয়ের পাশাপাশি নাচেও বেশ পারদর্শী তামান্না ভাটিয়া। অনেক সিনেমার আইটেম গানে কোমর দুলিয়ে প্রশংসাও কুড়িয়েছেন। গত বছর ‘আজ কি রাত’ গানে নেচে হইচই ফেলে দেন। ফের আইটেম গানে দেখা যাবে এই ‘মিল্কি বিউটিকে’। ইন্ডিয়া টুডে জানিয়েছে, বলিউড তারকা অজয় দেবগনকে নিয়ে পরিচালক রাজ কুমার গুপ্তা নির্মাণ করছেন ‘রেইড টু’। এ সিনেমার আইটেম গানে দেখা যাবে তামান্নাকে। এরই মধ্যে মুম্বাইয়ে গানটির শুটিংয়ে অংশ নিয়েছেন এই অভিনেত্রী। হাই ভোল্টেজের আইটেম গানটি সিনেমার গল্পের গুরুত্বপূর্ণ সময়ে রাখা হবে।

মন্তব্য

অ্যান্থোলজি ফিল্মে মিথিলা

অ্যান্থোলজি ফিল্মে মিথিলা তানজিয়া জামান মিথিলা। ছবি: সংগৃহীত

বাংলাদেশি মডেল তানজিয়া জামান মিথিলা। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত ‘ফেস অব এশিয়া’ ২০১৯-এ বাংলাদেশের প্রতিনিধিত্বকারী প্রতিযোগী হিসেবে অংশ নিয়ে ইন্দোনেশিয়ার আইয়ুমওলিদা ফেস অব এশিয়া ২০১৯-এর বিজয়ী হিসেবে মুকুট অর্জন করেন তিনি। এরপর মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০ সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হন। এরমধ্যে বলিউডে নাম লেখান ‘রোহিঙ্গা’ সিনেমা দিয়ে। ‘দাবাং’, ‘কমান্ডো’, ‘দঙ্গল’ সিনেমার সহকারী পরিচালক হায়দার খান পরিচালিত এ সিনেমায় রোহিঙ্গা তরুণী হুসনে আরার চরিত্রে অভিনয় করেন মিথিলা।

এই সুন্দরী সম্প্রতি শেষ করেছেন একটি অ্যান্থোলজি ফিল্মের শুটিং। জাহিদ প্রীতম পরিচালিত এ সিনেমার নাম ‘থার্সডে নাইট’। পুরো সিনেমার শুটিং শেষ, শুধু একটি দৃশ্যের শুটিং বাকি বলে জানিয়েছেন এ মডেল-অভিনেত্রী। শিগগিরই বাকি অংশের কাজ শেষ হবে বলেও জানান তিনি। এর মধ্য দিয়ে প্রায় ছয় বছর পর অভিনয়ে ফিরলেন তিনি। শোবিজের জনপ্রিয় এ মডেল ২০১৯ সালে অভিনয়ে নাম লিখিয়েছিলেন বলিউড সিনেমায়। ‘রোহিঙ্গা’ শিরোনামের এ সিনেমাটি মুক্তি পায় পরের বছর। এরপর তাকে আর অভিনয়ে দেখা যায়নি।

দীর্ঘ এ বিরতি প্রসঙ্গে তানজিয়া জামান মিথিলা বলেন, ‘আমার বলিউড সিনেমাটি মুক্তির পর বেশ কিছু সিনেমার প্রস্তাব এলেও তখন তা করা হয়নি। তাছাড়া মডেলিং নিয়েই বেশ ব্যস্ত ছিলাম আমি। এখন যেরকম অনেক ভালো ভালো সিনেমা হচ্ছে ইন্ডাস্ট্রিতে, সেগুলো দেখে আগ্রহী হলাম। ভাবলাম, ভালো গল্প হলে কাজ করা যায়। এখন যে কাজটা করছি সেটার গল্পও বেশ ভালো, পরিচালকও বেশ সাপোর্টিভ।’ ‘থার্সডে নাইট’ প্রসঙ্গে তিনি বলেন, বন্ধুত্বের গল্প নিয়ে বেশ সুন্দর একটা ফিল্ম। বন্ধুত্বের গল্প হলেও এখন থ্রিল রয়েছে, আরও অনেক কিছুই রয়েছে।

জানা গেছে, আলফা আই প্রযোজিত অ্যান্থোলজি ফিল্ম ‘থার্সডে নাইট’-এ আরও অভিনয় করেছেন সৌম্য জ্যোতি, সামিরা খান মাহি, ফররুখ রেহান প্রমুখ। আসছে ঈদুল আজহায় এটি একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে বলে জানা গেছে।

মন্তব্য

বিনোদন
Yami Gautam in challenging character

চ্যালেঞ্জিং চরিত্রে ইয়ামি গৌতম

চ্যালেঞ্জিং চরিত্রে ইয়ামি গৌতম ইয়ামি গৌতম। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম ও অভিনেতা ইমরান হাশমি সম্প্রতি শেষ করলেন একটি কোর্টরুম ড্রামার শুটিং। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানা গেছে, এই সিনেমায় ইয়ামি গৌতম শাহ বানু চরিত্রে অভিনয় করেছেন। ইমরান হাশমি অভিনয় করছেন তার প্রাক্তন স্বামী আহমেদ খান অনুপ্রাণিত একটি চরিত্রে। সিনেমার শুটিং ইতোমধ্যেই শেষ হয়েছে। সেই ১৯৮৫ সালের আলোচিত শাহ বানু বনাম আহমেদ খান মামলার ওপর ভিত্তি করে নির্মিত হচ্ছে ছবিটি। এই মামলাটি ভারতের আইন ও সমাজের ইতিহাসে একটি মোড় ঘোরানো মুহূর্ত হিসেবে বিবেচিত হয়। এটি ধর্মীয় বিশ্বাস ও গণতান্ত্রিক অধিকার, বিশেষ করে মুসলিম পার্সোনাল ল’ এবং লিঙ্গ সমতার প্রশ্ন নিয়ে ব্যাপক বিতর্কের সূচনা করেছিল।

১৯৭৮ সালে মধ্যপ্রদেশের ইন্দোরে, শাহ বানু নামের একজন মুসলিম মহিলা তার সাবেক স্বামীর বিরুদ্ধে আদালতে আর্থিক সাহায্যের আবেদন করেন। আহমেদ খান নামের ওই ব্যক্তি একজন নামকরা আইনজীবী ছিলেন। তারা ১৯৩২ সাল থেকে বিবাহিত ছিলেন এবং পাঁচ সন্তানের জনক-জননী। শাহ বানু তার আবেদনটি ফৌজদারি কার্যবিধির ১২৫ ধারা অনুসারে করেন, যেখানে বলা আছে- যদি কোনো নারী নিজে উপার্জন করতে না পারেন তবে তার স্বামী তাকে বিবাহ বিচ্ছেদের পরও খরচ দিতে বাধ্য থাকবেন।

তবে আহমেদ খান দাবি করেন, মুসলিম পার্সোনাল ল অনুযায়ী তিনি শুধু ইদ্দত পর্ব পর্যন্তই খরচ দিতে বাধ্য। ইদ্দত হচ্ছে বিবাহ বিচ্ছেদ বা স্বামীর মৃত্যুর পর একজন নারীর জন্য নির্ধারিত তিন মাসের অপেক্ষার সময়। এই মামলায় অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আহমেদ খানের পক্ষ নেয় এবং দাবি করে, এই রকম পারিবারিক বিষয়ে আদালতের হস্তক্ষেপ ইসলামিক শরিয়াহ আইনের বিরুদ্ধে যাবে। তাদের মতে, ১৯৩৭ সালের মুসলিম পার্সোনাল ল (শরিয়ত) অ্যাপ্লিকেশন অ্যাক্ট অনুযায়ী, মুসলিমদের পারিবারিক বিষয় ইসলামি আইন অনুযায়ী মীমাংসা হওয়া উচিত।

দীর্ঘ শুনানির পর, ১৯৮৫ সালে ভারতের সুপ্রিম কোর্ট শাহ বানুর পক্ষে রায় দেয় এবং তাকে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী খরচ পাওয়ার অধিকার স্বীকৃতি দেয়। সেই সময়ের প্রধান বিচারপতি ওয়াই. ভি. চন্দ্রচূড় রায়ে বলেন, সিআরপিসি ধর্ম নির্বিশেষে সকল নাগরিকের জন্য প্রযোজ্য। আদালত রায় দেয়, শাহ বানু খরচ পাবেন। তার খরচের পরিমাণ আরও বাড়ানো হয়।

মন্তব্য

বক্স অফিসে কৌশানির ছক্কা

বক্স অফিসে কৌশানির ছক্কা কৌশানি মুখোপাধ্যায়। ছবি: সংগৃহীত

একটু একটু করে নিজের মেধাশক্তি দিয়ে ক্রমেই দ্যুতি ছড়াচ্ছেন টালিউডের লাস্যময়ী অভিনেত্রী কৌশানি মুখার্জি। বলা চলে, ক্যারিয়ারের সেরা সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী। বক্স অফিসে একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন তিনি। ‘বহুরূপী’র সাফল্যের পর ‘কিলবিল সোসাইটি’-তে নায়িকার অভিনয় নজর কেড়েছে দর্শকের। এর মাঝেই ইন্ডাস্ট্রির অন্দরে নতুন গুঞ্জন। ক্যারিয়ারের সাফল্যই নাকি বাধা হয়ে দাঁড়াচ্ছে বনি-কৌশানির সম্পর্কে। দীর্ঘ দিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন তারা। তা নিয়ে অবশ্য কোনও দিন লুকোছাপাও করেননি নায়ক-নায়িকা। কিন্তু তাদের মধ্যে নাকি আর সব আগের মতো স্বাভাবিক নেই, এমনটাই আঁচ করছে বনি-কৌশানির ঘনিষ্ঠমহল। এক দিকে ‘হিট’ পরিচালকদের সঙ্গে জুটি বাঁধছেন অভিনেত্রী। অন্য দিকে নায়কের ঝুলিতে যেন হিট ছবির ভাটা। এই হিসেবনিকেশই কষছেন নিন্দকেরা।

প্রশ্ন উঠেছে সত্যিই কি অভিমানের পাহাড় জমেছে বনি-কৌশানির সম্পর্কে? সেই প্রশ্ন নিয়েই ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হয় নায়কের সঙ্গে। প্রশ্ন শুনেই নাকি আকাশ থেকে পড়েন বনি। ইন্ডাস্ট্রির অন্দরে যে এমন আলোচনা হতে পারে সেটা নাকি তিনি ভাবতেই পারছেন না। বনি বলেন, ‘এসব আলোচনার জন্যই আমাদের ইন্ডাস্ট্রি আর বড় হবে না। কোনো দিন কারও ভাল দেখতে পারে না। এমনটাও যে কথা হতে পারে আমি ভাবতেই পারছি না। যে দিন ‘কিলবিল সোসাইটি’র প্রিমিয়ার ছিল সেই দিন আমার ওড়িয়া ছবিরও বিশেষ স্ক্রিনিং ছিল। আমি উড়িষ্যাতে ছিলাম তাই আসতে পারিনি। কৌশানির অভিনয় দর্শকের ভাল লাগছে, তা শুনে সবচেয়ে বেশি আনন্দিত আমি।’

নায়ক জানান, সম্প্রতি মুম্বাইয়ের একটি ওয়েব সিরিজ়ের জন্য বাঙালি অভিনেত্রীর খোঁজ চলছে। সেই কথা কানে যেতেই তিনি সঙ্গে সঙ্গে তাঁর প্রেমিকা, অর্থাৎ কৌশানির কথা ভেবে দেখার কথা বলেছেন নির্মাতাকে। বনি আরও বলেন, ‘আমি বিরক্ত এমন আলোচনায়। যদি আমাদের মধ্যে ঝামেলা হত তা হলে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতাম না। ২০ মে আমরা সব বন্ধু মিলে বালি, ব্যাঙ্কক ঘুরতে যাচ্ছি।’ তবে এর আগেও বনি-কৌশানির সম্পর্ক ভাঙা নিয়ে আলোচনা হয়েছে। এমনই এক প্রিমিয়ার শো-এ এসে ক্যামেরার সামনেই নাকি যুগলের মতানৈক্য চোখে পড়েছিল সবার। সে সময় নিজেদের ঝগড়ার কথা প্রকাশ্যে স্বীকারও করেছিলেন বনি-কৌশানি। যদিও সেই সব এখন অতীত। আপাতত ঘুরতে যাওয়ার প্রস্তুতিতে ব্যস্ত দুজনেই।

মন্তব্য

বিনোদন
Again the explosive comment is relieved

আবার বিস্ফোরক মন্তব্য স্বস্তিকার

আবার বিস্ফোরক মন্তব্য স্বস্তিকার

টালিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি ব্যক্তিগত জীবন নিয়ে মাঝেমধ্যেই খবরের শিরোনামে উঠে আসেন। এবার আলোচিত এ নায়িকা জানিয়েছেন তিনি নাকি ৬০০০ জনকে প্রেম বিতরণ করতে চান। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনযায়ী, স্বস্তিকা মুখার্জি একবার জানিয়েছিলেন তিনি ৬ বার সম্পর্কে জড়িয়েছেন। তার এই মন্তব্য ঘিরে একশ্রেণির মানুষ নানা চর্চা শুরু করেছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাদের সেই চর্চাকে ব্যঙ্গ করে অভিনেত্রী এমন কথা বলেছেন। স্বস্তিকা বলেন, ‘৬টা নয়, আমি ৬০০টা প্রেম করেছি, আগে ভুল বলেছি। ক্যাওড়াতলা যাওয়ার আগে আমি আরও একটা শূন্য এর সঙ্গে জুড়তে চাই। এটাই আমার জীবনের উদ্দেশ্য। আমার জীবন, যদি আমার মনে হয় যে আমি ৬০০০ জন মানুষকে ভালোবাসা জ্ঞাপন করব, তাহলে বেশ করব। আমি তো বলছি না যে আমি ৬টা লোককে মারব, খুন করব, তাদের গলা চিরে রক্ত খাব বা তাদের ধর্ষণ করব বা তাদের সঙ্গে জালিয়াতি করব বা তাদেরকে কাজ করিয়ে পয়সা দেব না বা তাদের কাজ কেড়ে নেব। আমাদের আশপাশে সমাজে তো এগুলোই হচ্ছে। প্রেম করব তাতেও মানুষের সমস্যা। তাহলে যা হচ্ছে আশপাশে তাই হোক।’

এ সময় তিনি আরও বলেন, ‘ভালোবাসাটা কেন সমস্যা হবে? অবশ্য এটা নারী বলেই হয়। ছেলেরা করলে আমরা তাদের বলি, ‘হ্যাভিং অ্যা ওয়াইল্ড লাইফ।’ ভীষণ দারুণ একটা জীবন। আর মেয়েরা করলে তাদের বেশ্যা বলে। মেয়েরা ৬টা প্রেম করলে বেশ্যা। ছেলেরা ৬টা প্রেম করলে লোকে বলে, ‘ভাই এলেম আছে’। এই সমাজে আমরা বাস করছি।’

নায়িকার কথায়, ‘মানুষে যেভাবে তেড়ে এল। কারণ ৬টা সম্পর্ক মানে বিশাল একটা ভুল করে ফেলেছি আমি, একটা হওয়া উচিত ছিল। আমরা সবাই সাধু। আমার একটা সম্পর্ক হওয়া উচিত ছিল। জন্মে যার সঙ্গে প্রেম, তার সঙ্গেই বিয়ে হওয়া উচিত ছিল। তার সঙ্গেই বাকি জীবনটা বাঁচা উচিত ছিল। আমি করতে পারিনি, আমার তো একটা বড় ভুল।’

তারপর নিজের খানিক প্রশংসা করে স্বস্তিকা বলেন, ‘আমাকে যে রকম দেখতে, আমার যে রকম চেহারা, আমার যে রকম ব্যক্তিত্ব তাতে আমি ক্যাওড়াতলার স্টপেজ কালীঘাট, তার আগের স্টপ পর্যন্ত আমি প্রেম করতে চাই। প্রচুর মানুষকে ভালোবাসতে চাই। অনেক ভালোবাসা দেওয়ার আছে, আমি তা দিতে চাই। লিফলেটের মতো বিলি করতে চাই। করে খুবই ফুল-ফিলিং হয়ে আমি মরতে চাই।’

মন্তব্য

p
উপরে