সর্বনিম্ন দর বা ফ্লোর প্রাইস তুলে দেয়ার পর পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬৬টি কোম্পানির বেশিরভাগের শেয়ারদর একদিনে যত কমা সম্ভব, কমেছে প্রায় ততটাই।
গত বছর করোনা সংক্রমণ ধরা পড়ার পর প্রতিটি শেয়ারের ফ্লোর প্রাইস ঠিক করে দেয়া হলেও করোনার দ্বিতীয় ঢেউয়ে লকডাউনের মধ্যে ৬৬টি কোম্পানির ফ্লোর প্রাইস তুলে দেয়া হয়।
বুধবার হঠাৎ করে এই সিদ্ধান্ত আসার পর সপ্তাহের শেষ কার্যদিবসে কী হয় তা নিয়ে শেয়ারধারীদের মধ্যে উদ্বেগ ছিল।
যে ভীতি ছিল, সেটাই সত্য হয়েছে। সকাল ১০টায় লেনদেনের শুরুতেই এসব কোম্পানির শেয়ারদর সর্বোচ্চ পরিমাণে কমে যায়।
আর এই বিষয়টি লকডাউন চলাকালে বাজারে নতুন করে আতঙ্ক তৈরি করল। লকডাউনের আগের দিন প্রায় দুইশ পয়েন্ট সূচক কমে গেলেও লকডাউনের তিন দিনে এর চেয়ে বেশি সূচক বৃদ্ধিতে যে নতুন আশার সঞ্চার হয়েছিল, সেটি কার্যত ভেস্তে গেছে। নতুন করে আতঙ্ক তৈরির পর এক দিনে সূচক পড়ল ৮২ পয়েন্ট।
পুঁজিবাজারে প্রতিটি শেয়ারের দর একদিনে সর্বোচ্চ কত পরিমাণ বাড়তে বা কমতে পারে, তাকে বলা হয় সার্কিট ব্রেকার। ১০০ টাকার নিচে দাম যেগুলোর, সেগুলো সর্বোচ্চ ১০ শতাংশ বাড়তে বা কমতে পারে। তবে প্রতিটির দাম সর্বনিম্ন ১০ পয়সা হিসাবে বাড়ে বা কমে। একে বলে ড্রিপ। এই ড্রিপের হিসাবের পয়েন্টের হিসাবে কিছুটা কম কমতে পারে।
সাফকো স্পিনিং মিলের ফ্লোর প্রাইস ছিল ১১ টাকা ২০ টাকা। এক টাকা ১০ পয়সা দর হারিয়ে লেনদেন হয়েছে ১০ টাকা ১০ পয়সায়।
‘বি‘ ক্যাটাগরির সোনারগাঁও টেক্সটাইলের ফ্লোর প্রাইস ছিল ২৪ টাকা ৫০ পয়সা। সর্বোচ্চ দুই টাকা ৪০ পয়সা কমে দর দাঁড়িয়েছে ২২ টাকা ১০ পয়সা।
ফ্লোর প্রাইস উঠে যাওয়ার পর এম এল ডাইংলে শেয়ার প্রতি দর কমেছে ১০ শতাংশ। কোম্পানিটির ফ্লোর প্রাইস ছিল ৫০ টাকা। সেখানে থেকে দর কমে দাঁড়িয়েছে ৪৫ টাকায়।
এএফসি এ্যাগ্রোর ফ্লোর প্রাইস নির্ধারন করা হয়েছিল ১৭ টাকা। এক টাকা ৭০ পয়সা দাম কমে এখন দর দাঁড়িয়েছে ১৫ টাকা ৩০ পয়সা।
সেন্ট্রাল ফার্মার সর্বনিম্ম দর নির্ধারণ করা হয়েছিল ১২ টাকা। ১০ শতাংশ কমে দর দাঁড়িয়েছে ১০ টাকা ৮০ পয়সা।
নাহি অ্যালোমিনিয়ামের ফ্লোর প্রাইস ছিল ৪৭ টাকা ১০ পয়সা। সেখান থেকে ৯ দশমিক ৯৭ শতাংশ দর কমেছে হয়েছে ৪২ টাকা ৪০ পয়সা।
মিউচ্যুয়াল ট্রান্ট ব্যাংকের ফ্লোর প্রাইস ছিল ২৪ টাকা ১০ পয়সা। ২ টাকা ৪০ পয়সা কমে দাম হয়েছে ২১ টাকা ৭০ পয়সা।
আলিফ ইন্ডাস্ট্রির শেয়ার প্রতি দর কমেছে ৯ দশমিক ৯২ শতাংশ। কোম্পানিটির ফ্লোর প্রাইস ছিল ২৬ টাকা ২০ পয়সা। সেখান থেকে দর কমে হয়েছৈ ২৩ টাকা ৬০ পয়সা।
ইয়াকিন পলিমার শেয়ার প্রতি দর কমেছে ৯ দশমিক ৯১ শতাংশ। ১১ টাকা ১০ পয়সা ফ্লোর প্রাইস থেকে দর কমে দাঁড়িয়েছে ১০ টাকা।
ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টের শেয়ার প্রতি দর কমেছে ৯ দশমিক ৮৭ শতাংশ। কোম্পানিটির ফ্লোর প্রাইস ৩৯ টাকা ৫০ পয়সা থেকে কমে দাঁড়িয়েছে ৩৫ টাকা ৬০ পয়সায়।
সিলভো ফার্মা, কাট্টালী টেক্সটাইল, সায়হাম টেক্সটাইল, জাহিন স্পিনিং, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সসহ সবকটি কয়েকটির দর অপরিবর্তিত থাকলেও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে।
কী ছিল নির্দেশনায়
বুধবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি নিয়মিত কমিশন সভায় সিদ্ধান্ত হয় ৬৬ কোম্পানির ক্ষেত্রে কোনো ফ্লোর প্রাইস বা শেয়ারের সর্বনিম্ম কোনো দর থাকবে না।
এর ব্যাখ্যা হিসাবে বলা হয়, পুঁজিবাজারের প্রায় ১১০টি কোম্পানি সেগুলোর শেয়ার লেনদেন হচ্ছে না। এসব কোম্পানিতে যারা বিনিয়োগ করেছেন তারা শেয়ার বিক্রি করতে পারছেন না। সর্বনিম্ম দরে এসব কোম্পানির শেয়ার কেউ কিনতে আগ্রহী নন।
কোম্পানিগুলোকে লেনদেনে নিয়ে আসতে ফ্লোর প্রাইস বাতিল করার কথা জানানো হয়।
কেন কমল
ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেডের সাবেক প্রধান গবেষণা কর্মকর্তা দেবব্রত কুমার সরকার নিউজবাংলাকে বলেন, ‘অনেক কোম্পানি আছে সেগুলোর ফান্ডমেন্টাল বিবেচনায় ফ্লোর প্রাইস বেশি নির্ধারিত হয়েছিল, সেগুলোর প্রতি আস্থা হয়ত কমবে।’
যখন ফ্লোর প্রাইস দেয়া হয় তখন কোম্পানির মৌলভিত্তি, ভবিষ্যত, আয় কত তা বিবেচনা না করে কেবল ২০২০ সালের ২২ মার্চের আগের পাঁচ দিনের পাঁচ দিনের গড় দাম হিসাব করা হয়।
পুঁজিবাজারে প্রায়ই বিভিন্ন লোকসানি কোম্পানি নিয়েও কারসাজি হয়।
এ কারণে বহু লোকসানি কোম্পানির ফ্লোর প্রাইস ভালো ও মৌলভিত্তি কোম্পানির ফ্লোর প্রাইসের চেয়ে বেশি হয়ে যায়।
যেমন গত এক যুগে প্রতি বছর কমপক্ষে ১০ শতাংশ লভ্যাংশ দেয়া ন্যাশনাল ব্যাংকের ফ্লোর প্রাইস ঠিক হয় ৬ টাকা ৮০ পয়সা। কিন্তু লোকসানের কাজলে ডুবতে থাকা রেনউইক যগেশ্বরের ফ্লোর প্রাইস নির্ধারিত হয়েছে ৯০০ টাকা।
দেবব্রত কুমার বলেন, ‘বর্তমান পরিস্থিতির কারণে মূলত বিনিয়োগকারীরা এসব কোম্পানির শেয়ারের প্রতি আগ্রহী হননি। তবে সবকটি কোম্পানির শেয়ার দর কমেছে বলে যে আর বাড়বে না সেটা ভাবারও কোনো কারণ নেই।’
বিএসইসির নির্দেশনা উপেক্ষিত ডিএসইতে
ফ্লোর প্রাইস দেয়ার পর বিভিন্ন কোম্পানি রাইট ও বোনাস শেয়ার দেয়া হলেও ফ্লোর প্রাইস সমন্বয় করা হয়নি।
তবে গত ফেব্রুয়ারিতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি একটি শেয়ারে দুটি বোনাস শেয়ার ঘোষণার পর বিএসইসি ঘোষণা দেয় ফ্লোর প্রাইস সমন্বয়ের।
সিদ্ধান্ত হয়, রেকর্ড ডেটে যে শেয়ারমূল্য থাকবে, সেটার সঙ্গে বোনাস ও রাইটের সমন্বয় হবে।
এই কোম্পানিটির রেকর্ড ডেটে দাম ছিল এক হাজার ৫৫৪ টাকা। সেই হিসাবে নতুন ফ্লোর প্রাইস ঠিক হয় ৫১৮ টাকা। কোম্পানিটি শেয়ার প্রতি ৩০ টাকা চূড়ান্ত লভ্যাংশও দিয়েছে। কিন্তু সেটি নতুন ফ্লোর প্রাইস নির্ধারণের ক্ষেত্রে বিবেচনায় আনা হয়নি।
কিন্তু শাহজালাল ব্যাংকের ক্ষেত্রে এই নিয়ম মানা হয়নি। কোম্পানিটি যে ৫ শতাংশ বোনাস শেয়ার দিয়েছে, সেটার পাশাপাশি শেয়ার প্রতি যে ৭০ পয়সা নগদ লভ্যাংশ দিয়েছে, সেটিও হিসাব করা হয়েছে নতুন ফ্লোর প্রাইস নির্ধারণের ক্ষেত্রে।
মার্কেন্টাইলে ব্যাংকের ক্ষেত্রে ঘটেছে আরও বিস্ময়কর ঘটনা। নির্দেশনা অনুযায়ী নতুন ফ্লোর প্রাইস নির্ধারণই করা হয়নি।
নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নির্দেশনার কথা জেনে যারা দুটি ব্যাংকের শেয়ার কিনেছেন, তারা ক্ষতির মুখে পড়েছেন। আর এ বিষয়ে বিএসইসির নিরবতা নিয়েও প্রশ্ন উঠেছে।
আরও পড়ুন:প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস পুলিশ ও জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে তা কমিয়ে এনে মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।
আজ রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ-২০২৫ উদ্বোধনকালে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান।
তিনি বলেন, ‘স্বৈরাচারী শাসনের অবৈধ আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনীর সদস্যরা জনরোষের শিকার হয়েছেন।’
পুলিশ জনগণের বন্ধু উল্লেখ করে প্রফেসর ইউনূস বলেন, পুলিশ বাহিনীকে সেই ভাবমূর্তি প্রতিষ্ঠা করতে হবে।
ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন আয়োজনের কথা পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পুলিশ সদস্যদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।’
ফেনীর পরশুরামে মুহুরি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে আওয়ামী লীগ নেতা মিরু চৌধুরীকে প্রধান আসামি করে এবং নাগরিক কমিটির সংগঠক ইমাম হোসেন সজীবসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এতে অজ্ঞাত আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়।
পরশুরাম পৌর ভ‚মি অফিসের ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মো. ইয়াছিন বাদী হয়ে সোমবার (২৮ এপ্রিল) রাতে মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধিত) ৪/৫/১১/১৫ ধারায় এই মামলা দায়ের করেন।
মামলার এজহারে বলা হয়, মুহুরী নদীর বিলোনীয়া খেয়াঘাটের ১০০ গজ দক্ষিণ থেকে বাউরখুমা মৌজার দক্ষিণ সীমানা পর্যন্ত মুহুরি নদীর বালুমহাল (প্রথম অংশ) ১৪৩০ বাংলা সনে পূর্ণ মেয়াদে শাপলা টেডার্সের স্বত্ত্বাধিকারী মিরু চৌধুরীর নামে ইজারা দেওয়া হয়েছিল। ইজারাদারদেরকে পরিবেশ অধিদপ্তর থেকে পরিবেশগত ও অবস্থানগত ছাড়পত্র জমা দেবেন এই শর্তে মিরু চৌধুরীকে ইজারা চুক্তি সম্পাদন করা হয়। কিন্তু পরবর্তীতে মিরু চৌধুরী ছাড়পত্র জমা না দেওয়ায় তাকে ওই বালুমহালের কার্যাদেশ ও দখল দেয়নি জেলা প্রশাসক। এরপর ১৪৩২ বাংলা সনে ইজারার লক্ষ্যে দরপত্র আহ্বান করা হলেও অদ্যাবধি চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হয়নি। ১৪৩১ বাংলা সনের শুরু হতে অদ্যাবধি ওই বালুমহাল ইজারাবিহীন অবস্থায় আছে।
বালু মহালের কার্যাদেশ ও দখল প্রদান না করা সত্ত্বেও আইন অমান্য করে মিরু চৌধুরী ইমাম হোসেন সজিবের সঙ্গে একটি চুক্তিপত্রের মাধ্যমে বালুমহাল সাবলীজ দেয়, যা সম্পূর্ণ বেআইনি।
এরপর সজিবের নেতৃত্বে চলতি বছরের ৩ জানুয়ারি থেকে ২৫ এপ্রিল পর্যন্ত মুহুরি নদী থেকে ড্রেজার দিয়ে বেআইনিভাবে দুই কোটি পচিশ লাখ টাকার নয় লাখ ঘনফুট বালু অবৈধভাবে উত্তোলন করে নদীর উভয় পাড়ে বিক্রির উদ্দেশে স্তুপ করে রাখে। নিয়মনীতির তোয়াক্কা না করে অনিয়ন্ত্রিতভাবে বালু উত্তোলনের কারণে নদীর তলদেশ থেকে মাটি সরে গিয়ে নদীর পাড় নদী গর্ভে বিলীন হয়ে গেছে এবং নদীর পাড়ের জমি ও বসতঘর ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে।
আসামিরা হলেন- আওয়ামী লীগ নেতা মীর আহমেদ চৌধুরী (৬০), মো. ইমাম হোসেন সজীব (৩৫), হাবিব উল্যা (৫০), পিংকু ভুঞা (৩৮), মো. হারুন ভুঞা (৩৫), ছায়দুল হক হাজারী (৩৫), আলী হোসেন (৪০), আবদুল মুনাফ (৪৮), আবদুল কাদের (৩৭) আবদুস সামাদ (৩৪), মো. মোস্তফা আবদুল হামিদ (৩৩), মো. রিপন (৪০), মো. এমরান (৪২), স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মনসুর (২৮), মির্জানগর ইউনিয়ন যুবদলের সদস্য মো. ফারুক (২৭), মো. শিশু (৩৮), মির্জানগর ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক মো. শাহজালাল (৩৩), মো. ছিদ্দিক (৩৫), মো. আলম (২৯), মোহাম্মদ বাবুল (২৯), মনছুর আলী (৫০), মাহবুল হক (৫১), উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাহার সর্দার (৪৫), বাবুল মিয়া (৩৯), আবদুর রহিম (৪০), হারেছ মিয়া (৩৮), জাহিদুল করিম (৩৯), মোহাম্মদ বাবু (২৫), মোহাম্মদ কাইয়ুম (৩৬), নুরুন্নবী (হোনা মিয়া) (৪৫), আমির হোসেন (৪২), জাকির হোসেন (৪০),
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, নুরুল হাকিম মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বাংলাদেশ থেকে বছরের প্রথম হজ ফ্লাইট (ইএ-৩৫০১) সৌদি আরবের জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের হজ টার্মিনালে পৌঁছেছে।
আজ সকাল ৭.৩০ টায় ৪১৪ জন হজযাত্রী নিয়ে ফ্লাইটটি কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।
সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের স্বাগত জানান। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মিয়া মো. মাইনুল কবির ও বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর মো. জহিরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা।
বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের স্বাগত জানাতে আরও উপস্থিত ছিলেন সৌদি সিভিল এভিয়েশনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মাজেন জাওয়াহার, হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের পরিচালক সালমান আল বেলাবী ও মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা।
বাংলাদেশের রাষ্ট্রদূত আগত হজযাত্রীদের শুভকামনা জানিয়ে বলেন, যে কোনো প্রয়োজনে বাংলাদেশ দূতাবাস, কনস্যুলেট ও বাংলাদেশ হজ মিশন সবসময় হজযাত্রীদের পাশে রয়েছে। সুন্দর ব্যবস্থাপনা ও উষ্ণ অভ্যর্থনা পেয়ে বাংলাদেশ থেকে আগত হজযাত্রীরা তাঁদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১শ’ জন পবিত্র হজ পালন করবেন ।
আর্ন্তজাতিক দাতা সংস্থা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) কর্তৃক বাংলাদেশে জীবাশ্ম জ্বালানিভিত্তিক প্রকল্প বিশেষ করে ফসিল ফুয়েল ও এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) প্রকল্পে বিনিয়োগের বিরোধিতা করেছে পরিবেশ সচেতন নাগরিক সমাজ ও বিভিন্ন সংগঠন।
এডিবির ৫৮তম বার্ষিক সভার পূর্বে জ্বীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ না করার দাবিতে যৌথভাবে সচেতনতামূলক প্রচারাভিযান চালিয়েছে চট্টগ্রামের বেসরকারি উন্নয়ন সংগঠন আইএসডিই বাংলাদেশ, ক্লিন (কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল একশন নেটওয়ার্ক) এবং বিডাব্লিউজিইডি (বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভলপমেন্ট)।
মঙ্গলবার (২৯ এপ্রিল) নগরীর কর্নফুলীর মইজ্যাটেকে আয়োজিত প্রতিবাদ সভা থেকে এসব দাবি জানানো হয়।
প্রতিবাদ সমাবেশে ক্যাব কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও আইএসডিই বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন বলেন, ‘এডিবি এখন পর্যন্ত ২৮৮৪.৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রায় ৪০০ কোটি ৮৮ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করেছে। এর মধ্যে ৮২ দশমিক ৯ শতাংশ অর্থ ব্যয় করা হয়েছে জীবাশ্ম জ্বালানিভিত্তিক প্রকল্পে। মাত্র ২ দশমিক ৫৫ শতাংশ সৌরবিদ্যুতে, এবং বায়ুশক্তিতে কোনো বিনিয়োগই করা হয়নি। জীবাশ্মভিত্তিক প্রকল্পে প্রতি মেগাওয়াটে ২০ লাখ ৪ হাজার ডলার বিনিয়োগ হলেও, সৌরবিদ্যুতে তা মাত্র ৫ লাখ ১০ হাজার ডলার।’
চট্টগ্রাম ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্টের সদস্য ও অধিকার চট্টগ্রামের সমন্বয়ক ওসমান জাহাঙ্গীর বলেন, এডিবি খুলনার ১৫০ মেগাওয়াটের একটি গ্যাস টারবাইন বিদ্যুৎকেন্দ্রকে ২২৫ মেগাওয়াটের কম্বাইন্ড সাইকেল প্ল্যান্টে উন্নীত করতে অতিরিক্ত ১০ কোটি ৪১ লাখ ১০ হাজার ডলার বিনিয়োগ করেছে। অথচ গত ১১ বছরে এই প্রকল্পের পেছনে সরকারকে ১ হাজার ৮২৪ কোটি টাকা ব্যয় করতে হয়েছে। তবুও গ্যাস সরবরাহের নিশ্চয়তা না থাকায় প্রকল্পটি ঝুঁকির মুখে রয়েছে। একইভাবে, খুলনায় রূপসার মতো ৮০০ মেগাওয়াটের এলএনজি ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মিত হলেও, এখনও গ্যাস সরবরাহ নিশ্চিত হয়নি, ফলে এই প্রকল্পগুলো অচল সম্পদে পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে। যার ফলে সরকারকে বিপুল অঙ্কের ক্যাপাসিটি চার্জ পরিশোধ করতে হতে পারে।
ক্যাব কর্নফুলী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও তরুণ পরিবেশ কর্মী সিদরাতুল মুনতাহা বলেন, ‘যখন বিশ্ব নবায়ণযোগ্য জ্বালানির দিকে এগিয়ে চলেছে, তখন এডিবির এই ধাঁচের বিনিয়োগ জলবায়ু সংকটকে আরও তীব্র করে তুলছে এবং বাংলাদেশের মতো জলবায়ুঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য মারাত্মক হুমকি তৈরি করছে।’
ক্যাব কর্নফুলী উপজেলা কমিটির সিনিয়র সহসভাপতি বলেন, টেকসই উন্নয়নের জন্য নবায়ণযোগ্য জ্বালানিতে বিনিয়োগ জরুরি। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কেবল অর্থনৈতিক ক্ষতি নয়, পরিবেশ ও সমাজকেও দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত করছে। তারা এডিবিকে আহ্বান জানান, অবিলম্বে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় নবায়ণযোগ্য ও পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগের দিকে অগ্রসর হতে।
আয়োজকরা জানান, ৫৮তম এডিবি বার্ষিক সভার প্রাক্কালে এ ধরনের প্রতিবাদী কার্যক্রম বাংলাদেশসহ বিভিন্ন দেশে আরও বড় পরিসরে ছড়িয়ে পড়বে, যাতে এডিবি ও অন্যান্য উন্নয়ন সংস্থাগুলো তাদের বিনিয়োগ নীতিতে জলবায়ু ন্যায্যতা ও টেকসই উন্নয়নের বিষয়গুলোকে অগ্রাধিকার দেয়।
আলোচনা ও প্রচারাভিযানে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন আইএসডিই বাংলাদেশের কর্মসূচি কর্মকর্তা রইসুল ইসলাম, স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট চট্টগ্রামের মেন্টর রাসেল উদ্দীন, যুব ক্যাব কর্নফুলী উপজেলা সভাপতি আরফিন সুমন, যুব গ্রুপের সদস্য জহির উদ্দীন হিমেল, সাজ্জাদ হোসেন রনি, ডলি আক্তার, ইমতিয়াজ হোসেন মিরাজ, সাদিয়া জাহান সিথী, জাহেদুল ইসলাম, মুহিবুল ইসলাম মুহিব প্রমুখ।
নড়াইলের কালিয়ায় প্রতিপক্ষের বাড়ির পেছন থেকে রফিকুল মোল্যা নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাঞ্চনপুর গ্রামের রিকাইল শেখের বাড়ির পেছন থেকে রফিকুলের লাশটি উদ্ধার করে কালিয়া থানা পুলিশ।
নিহত রফিকুল মোল্যা (৩৮) ওই গ্রামের আজিজুল মোল্যার ছেলে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১১ এপ্রিল কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের মিলন মোল্যা ও আফতাব মোল্যা পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে আফতাব মোল্যা গ্রুপের ফরিদ মোল্যা (৫৭) নামে একজন নিহত হন। পরে কালিয়া থানায় হত্যা মামলা করা হয়। এ হত্যা মামলায় মিলন মোল্যা পক্ষের রফিকুলকে আসামি করা হয়। তিনি পলাতক ছিলেন।
মঙ্গলবার সকালে প্রতিপক্ষ আফতাব মোল্যা পক্ষের রিকাইল শেখের বাড়ির পেছনে রফিকুলের পা বাধা লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কালিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ হেফাজতে নেয়।
ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। লাশটি ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনা কে বা কারা ঘটিয়েছে তা নিয়ে তদন্ত চলছে।
শীতকালে সরকারের বরাদ্দকৃত কম্বল বিতরণ না করে ফেলে রাখা হয়েছে মৌলভীবাজারের নাজিরাবাদ ইউনিয়ন পরিষদে। এতে শীতকালে শীতবস্ত্র থেকে বঞ্চিত হয়েছেন হতদরিদ্র শীতার্তরা।
জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলা থেকে শীতবস্ত্র বিতরনের জন্য প্রতিটি ইউনিয়নে বরাদ্দ দেওয়া হয় কম্বল। শীত চলে গেলেও মৌলভীবাজারের নাজিরাবাদ ইউনিয়নে এখনো পড়ে রয়েছে এসব কম্বল।
অভিযোগ রয়েছে, নাজিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ উদ্দিন আহমদ নিজের পছন্দমতো ব্যক্তিদের এসব কম্বল বিতরণ করছেন। তাই নিজের ইউনিয়ন অফিসের একটি কক্ষে সরকারের এসব বরাদ্দকৃত কম্বল ফেলে রেখেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ইউপি সদস্য বলেন, শীত চলে যাচ্ছে কম্বলগুলো হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে বিতরণ করার জন্য আমরা বারবার বলেছি। কিন্তু চেয়ারম্যান শীতার্তদের মাঝে এটি বিতরণ না করে ইউনিয়ন অফিসে স্টক করে রেখেছেন। এটা এক রকমের দায়িত্বে অবহেলা ও খামখেয়ালি। এ বিষয়ে নাজিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ উদ্দিন আহমদকে ফোনে পাওয়া যায়নি। তার ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা হৃষিকেশ চৌধুরী বলেন, কতটি বরাদ্দ পেয়েছি সঠিক মনে নেই। যা বরাদ্দ ছিলো বিতরণ করা হয়েছে। শীতের বরাদ্দ পাওয়া কিছু কম্বল এখনও রয়ে গেছে।
মৌলভীবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্ত মো. তাজউদ্দিন বলেন, এরকম করার কোন সুযোগ নেই, ব্যবস্থা নিচ্ছি।
গণতান্ত্রিক সমাজে মতপার্থক্য থাকবে, ভিন্নমতের চর্চাও হবে, তবে রাষ্ট্র বিনির্মাণে সবার ঐক্যবদ্ধ হয়ে অভিন্ন লক্ষ্যে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। গণতান্ত্রিক শক্তিগুলোর ঐক্যের ওপরই কমিশনের সফলতা নির্ভর করছে বলে মনে করেন তিনি।
মঙ্গলবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আলোচনার শুরুতে তিনি এসব কথা বলেন।
আলী রীয়াজ বলেন, ‘প্রকৃতপক্ষে স্বাধীনতার পরে এই প্রথম সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ তৈরি হয়েছে। এটি সম্ভব হয়েছে অন্তত এক হাজার ৪০০ লোকের প্রাণের বিনিময়ে। যাদের প্রাণের বিনিময়ে এই সুযোগ তৈরি হয়েছে, তাদের কাছে আমাদের দায় আছে। এই দায় ও অঙ্গীকার থেকেই যেন আমরা সত্যিকার অর্থে রাষ্ট্র বিনির্মাণের প্রক্রিয়া শুরু করতে পারি।’
এ সময় গণতান্ত্রিক সমাজে ভিন্ন ভিন্ন মতাদর্শের চর্চা হবে উল্লেখ করে আলী রীয়াজ বলেন, ‘গণতান্ত্রিক সমাজে মতপার্থক্য থাকবেই। আমাদের সবার ভাষা এক না-ও হতে পারে। কিন্তু আমাদের লক্ষ্য অভিন্ন।’
তিনি আরও বলেন, ‘আমরা সবাই মিলে একটি জাতীয় সনদ তৈরি করতে চাই। সে কারণে আমরা ঐক্যবদ্ধ আছি। বাংলাদেশে গণতান্ত্রিক শক্তিগুলোর ঐক্যের ওপর নির্ভর করছে আমরা কতটুকু সফলতা অর্জন করতে পারব।’
এ সময় কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের নেতৃত্বে ১০ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল এ আলোচনায় অংশ নেন।
এতে দলটির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মুশতাক, মাহমুদ হোসেন ছাড়াও কেন্দ্রীয় কমিটির সদস্য রাশিদা বেগম, সাইফুল ইসলাম ও শেখ মোহাম্মদ শিমুল উপস্থিত ছিলেন।
এদিকে, প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রতিবেদনে উল্লেখিত গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ওপর রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামত জানাতে অনুরোধ করে সুপারিশগুলোর স্প্রেডশিট আকারে ৩৯টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়।
ইতোমধ্যে সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশন ৩৫টি দলের কাছ থেকে মতামত পেয়েছে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টিসহ এ পর্যন্ত ২১টি রাজনৈতিক দল কমিশনের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছে।
মন্তব্য